Saturday, January 4, 2025
Homeছাত্র ফ্রন্টযশোরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

2015-01-23 16.46.08

গত ২১ জানুয়ারি ছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ২৩ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় যশোর ইনিস্টিটিউট নাট্যকলা সংসদের ভূপতি মঞ্চে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের প্রাক্তন ছাত্রনেতা  দিলীপ কুমার ঘোষ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন। আলোচনা করেন এম এম কলেজের ছাত্রনেতা উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান এবং আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যশোর জেলা শাখার সমন্বয়ক কমরেড হাসিনুর রহমান। এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যশোর জেলা শাখার সদস্য সচিব কৃষ্ণেন্দু মন্ডল। অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments