জনজীবনের সংকট নিরসন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্তান্ত বন্ধ, কৃষি ফসলের ন্যায্য মূল্য ও ক্ষেতমজুরদের সারাবছর কাজ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ২৮ জানুয়ারি ২০১৫ বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারী বাজার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু। নেতৃবৃন্দ দুই জোটের ক্ষমতাকেন্দ্রিক সংঘাত, সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান। একই সাথে জনজীবনের সংকট নিরসনে গণআন্দোলনে যুক্ত হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানান।