সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে ২০ মার্চ ২০১৬ রবিবার অনার্স ১ম বর্ষের নবীন বরণ ও সংগঠনের ১০ম কমিটি পরিচিতি সভা ক্যাম্পাসের বাংলা মঞ্চে সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন তিতু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।সমাবেশ সঞ্চালনা করেন কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড। আলোচনা শেষে ১০ম কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি সুসজ্জিত র্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে। ১০ম কমিটিতে হোজায়েফা সাকওয়ান জেলিড সভাপতি, আবু সাঈদ মোঃ তৌহিদুল ইসলাম সহ-সভাপতি ও ইমরান সরকারকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন,শিক্ষার সর্বস্তরে ব্যয়বৃদ্ধির ফলে শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শিক্ষার এই ব্যয়বৃদ্ধি প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল স্তরেই ঘটছে। বুর্জোয়া শাসক গোষ্ঠী শিক্ষাকে পণ্যে পরিণত করারই চক্রান্ত। এর প্রক্রিয়া চলতে থাকলে শিক্ষা একটা ধণিক শ্রেণীর হাতে কুক্ষিগত হবে। শিক্ষার এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। এই আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে আগামি ৩০ মার্চ শিক্ষার সর্বস্তরে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ানোর দাবিতে ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নিয়ে শিক্ষা রক্ষার আন্দোলনে সকল শিক্ষার্থীদের শামিল হওয়ার আহ্বান জানান।