Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরাঙ্গামাটিতে পাহাড়ী গ্রামে হামলার নিন্দা জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

রাঙ্গামাটিতে পাহাড়ী গ্রামে হামলার নিন্দা জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

1979686_756827974334887_877692689_nবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) রাঙ্গামাটি জেলা শাখার আহ্বায়ক কমরেড বোধি সত্ত্ব চাকমা শনিবার ১০ জানুয়ারি ২০১৫ সংবাদ পত্রে দেয়া এক বিবৃতিতে পাহাড়ী ছাত্র পরিষদের অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা সদরের বিভিন্ন এলাকায় পাহাড়ী গ্রামে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সকালে অবরোধ চলাকালে ছাত্রলীগ হ্যাপী মোড় হতে একটি অবরোধ বিরোধী মিছিল বের করলে জর্জ কোট এলাকায় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক সময় এই সংঘর্ষ পাহাড়ী-বাঙ্গালী সাম্প্রদায়িক সংঘাতের রূপ নেয়। এতে অনেকে আহত হয়েছেন। মূলত: প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে এই সাম্প্রদায়িক হামলা সংঘটিত হতে পেরেছে। প্রায় আড়াই-তিন ঘন্টা ধরে এই হামলা চললেও প্রশাসন ছিল নিশ্চুপ। প্রথম হতে প্রশাসন সক্রিয় হলে এই সাম্প্রদায়িক হামলা সংঘটিত হতে পারতো না। ফলে প্রশাসনের দায়িত্বজ্ঞান ও নিরপেক্ষতা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে কমরেড বোধি সত্ত্ব চাকমা প্রশাসনের এহেন দায়িত্বহীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও নিন্দা জানান। 

বিবৃতিতে তিনি পাবর্ত্যবাসীকে উদ্দেশ্য করে বলেন, এদেশের বুর্জোয়া শাসকরাই পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে তৈরি করেছে ও তা জিইয়ে রেখেছে। আজ গরীব পাহাড়ীর সাথে গরীব বাঙ্গালীর মধ্যে যে বিরোধ তাও এই শাসকদেরই তৈরি। বুর্জোয়া শাসক দলগুলো তাদের কায়েমী স্বার্থে এই অঞ্চলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এতে সাধারণ গরীব বাঙ্গালী ও গরীব পাহাড়ী কারও স্বার্থ নেই। বরং, পাহাড়ী-বাঙ্গালী গরীব মানুষকে আজ এই সমস্যা সমাধানের জন্য শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। একমাত্র এভাবেই পার্বত্য চট্টগ্রামের গরীব মানুষের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর পাহাড়ী-বাঙ্গালী বিরোধ পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান আনতে পারবে না। তা শাসকগোষ্ঠীর হাতকে শক্তিশালী করবে। তাই সকল গণতান্ত্রিক শক্তিকে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতা বিরোধী গণআন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে আসতে বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments