Monday, January 6, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরাজশাহীতে ছাত্র সমাবেশ : শিক্ষার সকল স্তরে ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে...

রাজশাহীতে ছাত্র সমাবেশ : শিক্ষার সকল স্তরে ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন

rajshahi
 সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষা দিবসের কর্মসূচির ধারাবাহিকতায় দেশব্যাপী ছাত্র সমাবেশের অংশ হিসাবে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় ছাত্র সমাবেশ। সকাল সাড়ে ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষাব্যয় বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস বন্ধুসহ ৭ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের বগুড়া জেলার সভাপতি শীতল সাহার সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ফজলে রাব্বীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির অন্যতম সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা, জয়পুরহাট জেলা শাখার সভাপতি তাজিউল ইসলাম, সরকারি আযিযুল হক কলেজে শাখার সংগঠক নওশিন মুশতারি সাথী, রাজশাহী কলেজের সংগঠক আরিফুজ্জামান প্রমুখ। সমাবেশের পর একটি বর্ণাঢ্য র‌্যালি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মনিচত্বর, আলুপট্টি, গণকপাড়া হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।
RELATED ARTICLES

আরও

Recent Comments