সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ নেতা কর্মী আহত
সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মদন মোহন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজিত তথ্য চিত্র প্রদর্শনীতে ছাত্রলীগের হামলায় ১০ ছাত্র ফ্রন্ট নেতা-কর্মী আহত হয়েছে। দেশ বিরোধী রামপাল চুক্তির বিরুদ্ধে ২৫ অক্টোবর ২০১৬ সকাল ১০টায় তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেল-গ্যাস বিদ্যূৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সিলেট জেলা এবং বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে উপস্তিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা,সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, মিজানুর রহমান, কলেজ শাখার সদস্য পলাশ কান্ত দাশ, সজীবুর রহমান,সুপান্ত রায় শুভ প্রমুখ।
তথ্যচিত্র প্রদশনী শুরু হবার পর ব্যাপক সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিযে দেখতে আসেন। সম্পূর্ণ গনতান্ত্রিক উপায়ে চলমান এই তথ্য চিত্র প্রদর্শনীতে বেলা ১২টার দিকে ছাত্রলীগ সন্ত্রাসী ইফতেকারুল আহমেদ সুমন, রাজেশ সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী প্রকাশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, কলেজ শাখার সাধারণ রুবেল মিয়া, নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সদস্য মিজানুর রহমান, কলেজ শাখার সদস্য পলাশ কান্ত দাশ,সজীবুর রহমান, সুপান্ত রায় শুভসহ ১০ ছাত্র ফ্রন্ট নেতা কর্মী। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটে । আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন রেজাউর রহমান রানা,ফাহিম আহমেদ চেীধুরী, মিজানুর রহমান, সজীবুর রহমান সানী। ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ ছাত্রলীগ সন্ত্রাসীদের প্রতিরোধ কারর জন্যে সাধারণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যেকোন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিবাদ মিছিল
সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মদন মোহন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত তথ্য চিত্র
প্রদর্শনীতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ২৫ অক্টোবর ২০১৬ বিকেল ৪.০০ টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রুবাইয়াৎ আহমেদ এর পরিচালনায় উক্ত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য হুমায়ুন রশীদ সোয়েব।এছাড়াও বক্তব্য রাখেন সংগঠন শাবিপ্রবি শাখার আহ্বায়ক অপু কুমার দাস, মদন মোহন কলেজ শাখার সাধারন সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন তথ্যচিত্র প্রদশনী শুরু হবার পর ব্যাপক সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিযে দেখতে আসেন। সম্পূর্ণ গনতান্ত্রিক উপায়ে চলমান এই তথ্য চিত্র প্রদর্শনীতে বেলা ১২টার দিকে ছাত্রলীগ সন্ত্রাসী কামরুল ইসলাম সুমন, রাজেশ সরকারের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী প্রকাশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, কলেজ শাখার সাধারন সম্পাদক রুবেল মিয়া, নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, সদস্য মিজানুর রহমান, কলেজ শাখার সদস্য পলাশ কান্ত দাশ,সজীবুর রহমান, সুপান্ত রায় সহ ১০ ছাত্র ফ্রন্ট নেতা কর্মী। সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে কোন যুক্তি খুজে না পেয়ে সারাদেশে আন্দোলনকারীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। কিন্তু এভাবে হামলা করে মামলা দিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।