Saturday, November 23, 2024
Homeছাত্র ফ্রন্টরোকেয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

b2

২৭ জানুয়ারি ২০১৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও ১ম বর্ষ ভর্তি ১ম বর্ষ ভর্তি কার্যক্রম চালু দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রাজু আহমেদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক বাবুল হোসেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় ৩মাস যাবত অচলাবস্থার সৃষ্টি হয়ে আছে। যার ফলাফল হিসেবে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে আছে। প্রায় সকল শিক্ষা কার্যক্রম বিপন্ন। নানা আলোচনার পরও এর কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে না। নেতৃবৃন্দ অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন করে ভর্তি পরীক্ষা গ্রহণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments