Sunday, January 26, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ান - বাসদ (মার্কসবাদী)

রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ান – বাসদ (মার্কসবাদী)

রোহিঙ্গা শরণার্থী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুর হায়দার চৌধুরী সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জাতিগত নিধনের শিকার বিপন্ন রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য দেশের সমস্ত বিবেকসম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই বিবৃতিতে তিনি পার্টির সমস্ত ইউনিটকে সাধ্যমত ত্রাণ কার্যক্রমের উদ্যোগ নেবার নির্দেশনা দিয়েছেন।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বিবৃতিতে মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস আক্রমণ, গণহত্যা ও বিতাড়নের চূড়ান্ত ফ্যাসিবাদী কর্মকান্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। উদ্ভূত পরিস্থিতিতে প্রাণ রক্ষার তাগিদে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয় দেয়া এবং  আন্তর্জাতিক পর্যায়ে এ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ  নেবার জন্য বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

September 2017-8

RELATED ARTICLES

আরও

Recent Comments