Sunday, January 12, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদশহীদ দিবস উপলক্ষ্যে রংপুর শিশু কিশোর মেলার অনুষ্ঠান

শহীদ দিবস উপলক্ষ্যে রংপুর শিশু কিশোর মেলার অনুষ্ঠান

Mela-1

মহান শহীদ দিবস উপলক্ষ্যে শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০ মিনিটে নগরীর জি.এল.রায় রোডস্থ চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু কিশোর মেলার সংগঠক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিশু কিশোর মেলার উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, ডা. ইয়াসমিন হক, সংগঠক ইমরান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলার উপদেষ্টা পলাশ কান্তি নাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিক ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত হয়।

সভায় শহীদ দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে শিশু কিশোরদের বিজ্ঞান মনষ্ক, সৃজনশীল ও সামাজিক দায়বোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।

Mela

RELATED ARTICLES

আরও

Recent Comments