Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদশহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধাঞ্জলি

শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধাঞ্জলি

15025589_1067528420011797_9058229129344900644_o

গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যেগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনর মৃত্যু দিবস উপলক্ষ্যে ১০ নভেম্বর ২০১৬ সকাল সাড়ে ৮ টায় ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মিছিলসহ পুষ্পমাল্য অর্পণ কর্মসূচিতে উপস্থিত থাকেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, বাসদ(মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন লিটন।

বাসদ (মার্কসবাদী)’র শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনর মৃত্যু দিবস উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ৮ টায় ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মিছিলসহ পুষ্পমাল্য অর্পণ কর্মসূচিতে উপস্থিত থাকেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, কমরেড উজ্জল রায় ও কমরেড সাইফুজ্জামান সাকন।

RELATED ARTICLES

আরও

Recent Comments