Sunday, January 26, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদশহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদ (মার্কসবাদী)’র শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদ (মার্কসবাদী)’র শ্রদ্ধাঞ্জলি

20171214_095632

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। কেন্দ্রিয় কার্যপরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দিন কবির আতিক ও বর্ধিত ফোরামের সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

দলের গণসংগঠনসমূহও একইসাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করে। কেন্দ্রিয় সভাপতি সীমা দত্তের নেতৃত্বে নারীমুক্তি কেন্দ্র, কেন্দ্রিয় সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, কেন্দ্রিয় সভাপতি নাঈমা খালেদ মনিকা ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তীর নেতৃত্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

বিজয় দিবস উপলক্ষে বাসদ (মার্কসবাদী)’র কর্মসূচী

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল ১৬ ডিসেম্বর সকালে বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হবে। ভোর ৬.৩০টায় তোপখানাস্থ কেন্দ্রিয় অফিসের সামনে সমবেত হওয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান হচ্ছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments