Saturday, December 21, 2024
Homeসাম্যবাদশিশু ধর্ষনকারীর শাস্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

শিশু ধর্ষনকারীর শাস্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সভায় পপিসামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি, ২৮ নং ওয়ার্ডের উদ্যোগে আজ বিকেল ৩ টায় মোগলটুলি কাটা বটগাছ মোড়ে শিশু ধর্ষনকারী ভন্ডপীর হাকিমের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ২৮,২৯, ও ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ঘাট থানার ওসি প্রণব চৌধুরী, বিশেষ অতিথি নগর ২২ মহল্লার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন কমরু পথিকৃৎ পাঠাগারের সংগঠক মিশু দত্ত । সভা পরিচালনা করেন ছাত্র নেতা তাজ নাহার রিপন। প্রতিবাদ সামাবেশে বক্তরা বলেন দেশে নারী ও শিশু নির্যাতনের অমানবিক ঘটনা প্রতিদিনই ঘটছে । কিন্তু এই সব ঘটনার যথাযথ দৃষ্টান্ত মূলক শাস্তি না হওয়ার কারণে অপরাধীরা দিন দিন বেপোয়ারা হয়ে উঠছে। তাই এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার পাশাপাশি গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ আন্দোলন। এছাড়া পাড়াই মহল্লাই গড়ে তুলতে হবে সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা পাঠাগার ইত্যাদি আয়োজন। বক্তারা অবিলম্বে হাকিমের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং এলাকা বাসিকে ঐক্য বদ্ধ থেকে সামাজিক অবক্ষয় অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু শাপলা কুড়ির সভাপতি, অধ্যক্ষ মো: হাসান আহসান কবির সুজন, সরদার এ কে এম ফজলুল হক, এ্যারশাদ হোসেন খেলাঘর সহ-সহভাপতি, এরশাদ হোসেন আরজু , আকবর আলী বাবুল সরদার, সরওয়ার খান, শাহজাহান মাসুদ , আব্দুল গফুর, মোহাব্বত আলী ভান্ডারী , মামুনুল ইসলাম , সাইফুদ্দিন ডালিম।
সমাবেশ থেকে ধর্ষিত শিশুর চিকিসার্থে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।চট্টগ্রামে প্রতিবাদ সভা

RELATED ARTICLES

আরও

Recent Comments