বগুড়ার শেরপুরে মাদকের কবল থেকে ছাত্র-তরুণসমাজকে রক্ষায় এলাকায় মাদক বিক্রি ও জুয়া খেলা বন্ধ এবং অশ্লীলতা-ইভটিজিং বন্ধ, এবং শেরপুরে সুস্থ বিনোদন কেন্দ্র নির্মাণ ও পর্যাপ্ত খেলার মাঠের ব্যাবস্থা করা ও প্রতিটি ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে পাঠাগার নির্মাণ করার দাবিতে ৬ মে মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও শিশু কিশোর মেলা শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বিকাল ৫ টায় উপজেলা সদরের স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। পরে সমাবেশে বক্তব্য দেন শেরপুর উপজেলা বাসদ সমন্বয়ক রঞ্জন কুমার দে, জেলা ছাত্র ফ্রন্ট নেতা শীতল সাহা, শেরপুর শহর শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক রাসেল আহমেদ, জয়দেব কুমার ও সরকারি শাহ সুলতান কলেজের সংগঠক কাওছার আহমেদ।