শ্রমিকদের কাজ ও জীবনের নিরাপত্তা, রানাপ্লাজা-তাজরিনসহ সকল শ্রমিক হত্যার বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, গণতান্ত্রিক শ্রম আইন ও অবাধ ট্রেডইউনিয়নের অধিকারের প্রতিষ্ঠার দাবিতে এবং শোষণমুক্তির সংগ্রাম এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সারাদেশে পালিত হল মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস।
ঢাকা : বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবশে ও র্যালি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় সংগঠন কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, হাইকোর্ট মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফখরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড জহিরুল ইসলাম, কল্যাণ দত্ত।
মিরপুর-পল্লবী : শ্রমিক কর্মচারী ফেডারেশন মিরপুর-পল্লবী আঞ্চলিক শাখার উদ্যোগে গার্মেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, গৃহপরিচারিকাসহ বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে লাল পতাকা মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় পল্লবী সুপার মার্কেটের সামনে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল পূরবী সিনেমা হলের সামনে আরেকটি সমাবেশে মিলিত হয়। এসব সমাবেশে বক্তব্য রাখেন কমরেড কল্যাণ দত্ত, কমরেড মুজিবুল হক আরজু, জুয়েল হোসেন, সাইফুল হাসান মুনাকাত, জাহাঙ্গীর আলম।
চট্টগ্রাম : শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন থানা থেকে মিছিলসহ শ্রমিকরা যোগ দেয়। ফেডারেশনের জেলা সভাপতি অপু দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বাসদ আহ্বায়ক কমরেড মানস নন্দী, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল রায়, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি নিজাম উদ্দীন এবং সফিউদ্দিন কবির আবিদ। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান। আলোচনা সভা শেষে চারণের পক্ষ থেকে গণসঙ্গীত ও থিয়েটার গ্রুপ আলোছায়া’র পক্ষ থেকে রানা প্লাজার উপর লেখা নাটক পরিবেশন করা হয়।
গাজীপুর : ১ মে সকাল ১১টায় বাসদের উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ রোড থেকে শুরম্ন হয়ে র্যালিটি থানার মোড় ঘুরে কাপাসিয়া বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাসদ নেতা গোলাম মর্তুজা মামুন, জেলা বাসদ নেতা ফরিদা ইয়াসমিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী। সমাবেশে গান ও আবৃত্তি পরিবেশন করেন বৃষ্টি রানী সূত্রধর, আফরোজা আক্তার। এদিন সকালে কাশিমপুর শিল্পাঞ্চলে এবং বিকালে শালনায় দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব আলোচনা সভায় আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড জহিরুল ইসলাম, আবু নাঈম, মসিউর রহমান খোকন, আব্দুল হালিম, মনিরুল ইসলাম। শ্রমিক কর্মচারী ফেডারেশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে ২ মে বিকাল সাড়ে ৪টায় গাজীপুর চৌরাস্তায় শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমরেড জহিরুল ইসলাম, মসিউর রহমান খোকন ও আব্দুল হালিম।
লক্ষ্মীপুর : বাসদ লক্ষ্মীপুর জেলা কমিটি এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পহেলা মে সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক দীপক রাউত, ১০ নং জোন সদস্য জিএম বাদশা, ছাত্রফ্রন্ট জেলা সদস্য নূরুল আলম ও মাহাথীর মোহাম্মদ প্রমুখ।
ফেনী : মহান মে দিবসে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ফেনী জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জেলা সংগঠক নিজাম উদ্দিন, মাসুদ রেজা, ঝুলন রায়, অনুপম পাল প্রমুখ। সভা শেষে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন ও লাল পতাকা নিয়ে একটি মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট : বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখা মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সদস্য হৃদেশ মুদি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা সুমন। বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সদস্য এড. হুমায়ুন রশীদ সোয়েব, প্রবীন শ্রমিক নেতা তবারক উল্লাহ, ফেডারেশনের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক জিতু সেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার আহবায়ক বীরেন সিং, ফেডারেশনের সিলেট জেলার সদস্য মোখলেছুর রহমান, মহিতোষ দেব মলয়, মো. সাইদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে মে দিবসের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে শেষ হয়।
জয়পুরহাট : সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক সু-সজ্জিত মিছিল জয়পুরহাট জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচুরমোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক কৃষিবিদ ওবায়দুল্লা মুসা, কমরেড শাহাজামান তালুকদার, তাজিউল ইসলাম, নিপুল কূর্মী, দেলোয়ার হোসেন প্রমুখ।
হবিগঞ্জ : শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি অনুপাতে সরকারি সহায়তা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকাসহ বিভিন্ন দাবিতে মহান মে দিবস উপলক্ষে বাসদ হবিগঞ্জ জেলার উদ্যোগে বেলা ১২টায় স্থানীয় চৌধুরী বাজার খোয়াইমুখে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জসীম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন,মান্না বনিক, শাহ আলম, গোলাম রাব্বী, আমিনুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ফরিদগঞ্জ উপজেলা শাখা দু-দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এতে স্থানীয় শহীদ মিনারের সামনে পহেলা মে সকাল থেকে দিনব্যাপী রানা প্লাজায় শ্রমিক হত্যাকাণ্ডের ওপর ছবি প্রদর্শনী ও ২ মে বিকালে এক আলোচনা সভার আয়োজন করে। এতে আলোচনা করেন বাসদ নেতা জিএম বাদশা, উপজেলা সদস্য মোশাররফ হোসেন নান্নু পাটোয়ারী, ফেডারেশন নেতা ফারুক হোসেন পাটোয়ারী, মনির হোসেন, তাজুল ইসলাম তাজু, মোহাম্মদ বাপ্পী, রুবেল ও শাহাদাৎ প্রমুখ।
রংপুর : ১ মে বিকেল ৫টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীতে মিছিল ও জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা নেতা পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা রং মিস্ত্রি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান, রংপুর জেলা মালবাহী ভ্যান ও ঠেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য আবদুল আজিজ, প্রেস শ্রমিক ইউনিয়নের সুভাষ রায়, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মানিক লাল দাস, ইন্দ্র সিং, হবিবর রহমান প্রমুখ।
নোয়াখালী : ১ মে সকাল ১১টায় বাসদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে লাল পতাকা, বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড-ফেস্টুনসহ বর্ণাঢ্য র্যালি মাইজদি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর নোয়াখালী পৌরহলে আলোচনা সভা বাসদ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব কমরেড দলিলের রহমান দুলাল, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য ফখরুল ইসলাম, ছাত্রনেতা বিটুল তালুকদার, সোনাইমুড়ী উপজেলার সংগঠক শাহাদাত হোসেন রিকাউন প্রমুখ।
যশোর : মহান মে দিবস উপলক্ষে যশোরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ অফিসে এক ঘরোয়া আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন পার্টি সদস্য গোলাম মোস্তফা এবং অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণেন্দু মন্ডল। আলোচনা করেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি যশোর জেলা শাখার আহবায়ক কমরেড হাসিনুর রহমান, শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা মফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা বিপ্লব মন্ডল, প্রাক্তন ছাত্রনেতা আলমগীর।