Monday, December 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদশোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন

শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন

26 March_SPB 2

স্বাধীনতা দিবসে বাসদের শ্রদ্ধা নিবেদন

লাখো শহীদের অপূরিত স্বপ্ন শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার শপথ নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, ওবায়দুল্লাহ মুসা, মনজুরা হক, ফখরুদ্দিন কবির আতিক, জহিরুল ইসলাম, বেলাল চৌধুরী, কল্যাণ দত্ত প্রমুখের নেতৃত্বে আজ সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে কমরেড জহিরুল ইসলাম, কল্যাণ দত্ত, আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন; সীমা দত্ত, মর্জিনা খাতুন, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, তাছলিমা আক্তার বিউটি প্রমুখের নেতৃত্বে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র; কল্যাণ দত্ত, স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, মলয় সরকার, শরীফুল চৌধুরী প্রমুখের নেতৃত্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং নাঈমা খালেদ মনিকা, ইভা মজুমদার, সবিতা সরকার মনি, প্রগতি বর্মন প্রমুখের নেতৃত্বে শিশু কিশোর মেলার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments