Wednesday, January 22, 2025
Homeসাম্যবাদসংগঠন সংবাদ

সংগঠন সংবাদ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠার তিন দশক পালন

শিক্ষার অধিকার হরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

SSF_Central
২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩ দশক পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কয়েকশত শিক্ষার্থী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতা-কর্মীদের অংশগ্রহণে দুপুর ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রসভায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আ ক ম জহিরুল ইসলাম, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি বেলাল চৌধুরী, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশেদ শাহরিয়ার, ঢাকা নগর শাখার সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাধারণ সম্পাদক শরীফুল চৌধুরী।
বগুড়া : ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে স্থানীয় সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মলয় সরকার, সংগঠনের সাবেক নেতা ও জেলা বাসদ নেতা কৃষ্ণ কমল। শীতল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রসভায় আরও বক্তব্য রাখেন বনানী রায় ববি, নওশীন মুস্তারী সাথী, পলাশ কর্মকার, নন্দন সাহা প্রমুখ।

বগুড়া
বগুড়া

রৌমারী : ২১ শে জানুয়ারি সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রৌমারী উপজেলা শাখার উদ্যোগে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সংগঠনের উপজেলা শাখার আহবায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ উপজেলা শাখার সদস্য সচিব মহির উদ্দিন আহমেদ, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা কমিটির সদস্য এরশাদুল হক, রীনা প্রমুখ। এর পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

রংপুর
রংপুর

কুড়িগ্রাম : ২১ জানুয়ারি ছাত্র ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামরুন্নেছা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল আরেফীন তিতু, স্বপন রায়, সাজেদুল আলম।
গাইবান্ধা : ২১ জানুয়ারি গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহীদ মিনার চত্বরে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্যাণ দত্ত, কলেজ শাখার সাধারণ সম্পাদক পরমানন্দ দাস। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রহমান।

নোয়াখালী
নোয়াখালী

কারমাইকেল কলেজ : ২১ জানুয়ারি সংগঠনের কলেজ কমিটির উদ্যোগে সকাল ১১টায় ক্যাম্পাসে শোভাযাত্রা ও শহীদ মিনার চত্বরে ছাত্রসভা অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সভাপতি রেদওয়ানুল ইসলাম বিপুলের সভাপতিত্বে ছাত্রসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, লেখক ও গবেষক ড. মিজানুর রহমান নাসিম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, জেলা সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন। ছাত্রসভা পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কলেজ কমিটির সাধারণ সম্পাদক আবু রায়হান বক্সি।

কুড়িগ্রাম
কুড়িগ্রাম

হবিগঞ্জ : বৃন্দাবন কলেজে প্রিলিমিনারী ও সকল বিষয়ে মাস্টার্স, শচীন্দ্র কলেজে সকল বিষয়ে অনার্স এবং মহিলা কলেজসহ জেলার গুরুত্বপূর্ণ ডিগ্রি কলেজে অনার্স চালুর দাবি নিয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় চৌধুরী বাজার খোয়াইমুখ থেকে শোভাযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের শিরিশতলায় এক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সংগঠক এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, শচীন্দ্র কলেজ শাখার সংগঠক জয়ধর আলী, আল-আমিন, নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক নয়ন চন্দ্র পাল, সাগর প্রমুখ।

SSF_Jessor
যশোর

শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২১ জানুয়ারি ক্যাম্পাসে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অনিক ধর ও সুদীপ্ত শেখর রায়।
ফেনী : ২১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিটুল তালুকদার, অনুপম পাল, নয়ন পাশা, রাতুল।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি সরকারি কলেজের ১ম ফটকের সামনে ছাত্র ফ্রন্ট কলেজ শাখার উদ্যোগে শিক্ষা আন্দোলন সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা শাহাদাত হোসেন, ছাত্র ফ্রন্ট নেতা নাজির হোসেন, কবির হোসেন, কৃষ্টি চাকমা, স্বাগতম চাকমা, চারু বিকাশ ত্রিপুরা, রাজু বিশ্বাস এবং অরিন্দম কৃষ্ণ দে।
ঠাকুরগাঁও : ২১ জানুয়ারি সকালে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভবতোষ রায় ও সুজন।

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রাম : ২১ জানুয়ারি সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি তাজ নাহার রিপন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, নগরের সহসভাপতি মুক্তা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপ্লব বিজয় দাস, চবি শাখার সভাপতি প্রবাল মজুমদার। সমাবেশ শেষে সিটি কর্পোরেশনের স্কুলসমূহে বেতন ও ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মিছিলসহ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মিরসরাই : প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভা মিরসরাই উপজেলা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় মিরসরাই কলেজ শাখার ১৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর শাখার সভাপতি তাজ নাহার রিপন ও স্থানীয় নেতৃবৃন্দ।
চাঁদপুর : ২৬ জানুয়ারি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিধু ভূষণ নাথ পলাশ, রহিমা আকতার কলি প্রমুখ।
সিলেট : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জানুয়ারি আলোচনা সভা, পুনর্মিলনী, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি সুসজ্জিত শোভাযাত্রা বিকাল ৩টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ। বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈমা খালেদ মনিকা ও ডা. জয়দীপ ভট্টাচার্য, সংগঠনের সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অনিক ধর প্রমুখ।

ফেনী
ফেনী
দিনাজপুর
দিনাজপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ২৫ জানুয়ারি সকাল ১১টায় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা ও কবি হেয়াত মামুদ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে¡ ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহসানুল আরেফিন তিতু, জেলা সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আশরাফুল ইসলাম।
নোয়াখালী : ২৭ জানুয়ারি দুপুর ১২টায় নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা এবং সুসজ্জিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বিটুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রেজা, নোয়াখালী কলেজ শাখার সভাপতি আনোয়ারুল হক পলাশ প্রমুখ।

যশোর : ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় এমএম কলেজ শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এমএম কলেজ শাখার আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাস। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন, যশোর জেলা শাখার আহ্বায়ক সঞ্জয় বিশ্বাস, সদস্য সচিব কৃষ্ণেন্দু মন্ডল, উৎপল ঘোষ, ইমরান খান প্রমুখ।
রংপুর : ২৯ জানুয়ারি রংপুর জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও পায়রা চত্বরে ছাত্রসভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রসভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্যাণ দত্ত, রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকসি, মনোয়ার হোসেন ও রেদওয়ানুল ইসলাম বিপুল।
দিনাজপুর : ৩০ জানুয়ারি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সুইহারী ভাসানী পাঠাগার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১২টায় মডার্ন মোড়ে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খানসামা থানার সংগঠক মিষ্ঠু বিশ্বাস, বীরগঞ্জ শাখার সভাপতি ফারুক হোসেন, দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, শহর শাখার আহবায়ক সুকুমার রায় সৌরভ ও জেলা শাখার সভাপতি এ.এস.এম. মনিরুজ্জামান মনির।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ৩০ জানুয়ারি বিকেলে ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, বাকৃবি সভাপতি সেঁজুতি চৌধুরী, সহ-সভাপতি অজিত দাস, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। এর আগে গত ২০ ও ২১ জানুয়ারি ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে বাংলাদেশের ছাত্রআন্দোলনের ইতিহাস এবং দেশে দেশে ছাত্রআন্দোলন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

মদন মোহন কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল

শহীদদের স্মৃতিফলক নির্মাণ, নতুন বিভাগ চালু ও মদন মোহন কলেজকে সরকারিকরন এবং সন্ত্রাস-নৈরাজ্যের বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শবাদী ও লড়াকু ধারাকে শক্তিশালী করাসহ ছাত্র ফ্রন্টের ৯ দফা দাবিকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল ৩ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজ শাখার আহবায়ক সঞ্জয় কান্ত দাশ, পরিচালনা করেন কলেজ শাখার সদস্য লিপন আহমেদ। কাউন্সিলে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য্য, সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে লিপন আহমেদকে আহ্বায়ক ও রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭ম কলেজ কমিটি গঠন করা হয়।

আনোয়ারা কেইপিজেডে পুলিশ কর্তৃক নারী শ্রমিক হত্যার বিচার ও ন্যায্য মজুরি দাবি

গত ৯ জানুয়ারি আনোয়ারা কেইপিজেড-এ ন্যায্য মজুরির দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের বর্বরোচিত হামলা ও এক নারী শ্রমিককে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। চট্টগ্রাম জেলা সভাপতি পপি চাকমা ও সাধারণ সম্পাদক নাসিমা আক্তার অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান। তারা বলেন, সরকার ও মালিক পক্ষ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা প্রদানের দাবীকে উপেক্ষা করে ৫৩০০ টাকা নির্ধারণ করে। ৯ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড-এর একটি কারখানা কেএসআইএল কর্তৃপক্ষ শ্রমিকদের পে স্লিপ প্রদান করে। এতে শ্রমিকরা দেখতে পায় মজুরি বোর্ডের নির্দেশ অমান্য করে শ্রমিকদের বেতন ভাতা, দুপুরের খাবার বাবদ জনপ্রতি প্রায় একহাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদ জানালে তাদের উপর নেমে আসে পুলিশী নির্যাতন। এসময় পারভীন আক্তার নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। আহত হয় আরো অনেক শ্রমিক।

জাতীয় কমিটির সভা

জাতীয় স্বার্থবিরোধী রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং বঙ্গোপসাগরের গ্যাসব্লক ইজারা বাতিলের দাবি

৩০ জানুয়ারি তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভায় বক্তারা জনমত উপেক্ষা করে সুন্দরবন ধ্বংসের ও জাতীয় স্বার্থবিরোধী রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প অব্যাহত রাখায় ও জাতীয় স্বার্থবিরোধী পিএসসি’র অধীনে বঙ্গোপসাগরে কনোকো-ফিলিপসকে গ্যাসব্লক ইজারা দেওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে রামপাল বিদ্যুৎ প্রকল্প ও কনোকো-ফিলিপসের সাথে ইজারা বন্ধের দাবি জানিয়েছেন।

সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে সরকারের জ্বালানি উপদেষ্টা নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, জাতীয় সম্পদ নিয়ে জাতীয় স্বার্থবিরোধী অপতৎপরতার অন্যতম ভূমিকা পালনকারী ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এই নিয়োগ দুর্নীতিবাজ ও বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার কাজকেই অগ্রসর করবে। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মু. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

শহীদ মতিউর দিবস পালিত

সামাজিক দায়বোধই কিশোর-তরুণদের অবক্ষয় থেকে রক্ষা করতে পারে

১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ঢাকার নবকুমার ইনস্টিটিউটের ছাত্র কিশোর মতিউর দেশের ডাকে স্বাধীনতার আকুতি বুকে ধারণ করে প্রাণ দিয়েছিল। শহীদ আসাদ ও শহীদ মতিউরের রক্তের উপর দাঁড়িয়ে সেদিন সংঘটিত হয়েছিল গণঅভ্যুত্থান, স্বৈরশাসক আয়ুব খানের পতন হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিপুল গতিলাভ করেছিল। কিশোর মতিউরের শহীদ দিবসে তাঁর সংগ্রামী আত্মত্যাগের স্মৃতিকে সামনে রেখে শিশু কিশোর মেলা ঢাকা নগর শাখা আয়োজন করেছিল মতিউর স্মরণ অনুষ্ঠান।
২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ, শহীদ মতিউরের ছবি নিয়ে র‌্যালিসহ নবকুমার ইনস্টিটিউটে গিয়ে মতিউরের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্জনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মেলার নগর সমন্বয়ক সাইদুল হক নিশানের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল সংগঠক মুহতাসিম মাহমুদ মাহিন, আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শহীদ মতিউরের জীবন, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিষয়ে স্কুলছাত্রদের লেখা ও ছবি নিয়ে একটি দেয়ালিকা উদ্বোধন করা হয়।

গরিব মানুষকে রক্ষায় সরকারের উদ্যোগ নেই

বাসদের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

Rangpur_Sheet BostroDinazpur-Shitbostroমহাজোট-জোটের সংঘাত-হানাহানিতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন শীতার্ত অসহায় মানুষের সাহায্যার্থে বাসদ, ছাত্র ফ্রন্ট, শিশু কিশোর মেলার নেতা-কর্মীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে শীতবস্ত্র ও অর্থসংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়।
রংপুর : ২৮ ডিসেম্বর বাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের সাহায্যার্থে অর্থসংগ্রহ অভিযান পরিচালিত হয়। এরপর ২ জানুয়ারি সন্ধ্যায় রংপুর নগরীর আরাজী তামপাটে ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের ২ শতাধিক গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া রংপুর নগরীর দর্শনার শ্মশাানে গত ৪ জানুয়ারি রাত ৮টায়, ৭ জানুয়ারি সকালে রংপুরের পীরগাছায়, ৯ জানুয়ারি সকাল ৯টায় প্রীতিলতা পাঠাগারে লালবাগ রেলগেট ও বস্তি এলাকার শীতার্ত শিশুদের মাঝে এবং ৯ জানুয়ারি রাত ৮টায় কারমাইকেল কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Gaibandha-Shitbostroবাঁশখালী : ৮ জানুয়ারি শিশু কিশোর মেলার উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলার জেলা সংগঠক অমৃত কারণ, মিশু দেব, স্বপন দত্ত, বাবু দত্ত, রুবেল দত্ত, যীশু দত্ত, রাজিয়া সুলতানা রেখা, রাজিয়া সুলতানা লাকী, জুয়েল সুশীল, পারভীন, রিংকু ধর, শ্রীকান্ত দে, অভি, জবা দে, সূচনা চক্রবর্তী, দেবী দে।
Baskhaliগাইবান্ধা : ৩১ ডিসেম্বর ’১৩ সকাল ১১টায় বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র এবং নগদ অর্থ সংগ্রহ করা হয়। পরে সংগৃহিত শীতবস্ত্র ও অর্থ দিয়ে কেনা শীতবস্ত্র জেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। ৩ ফেব্র“য়ারি বেলা ১২টায় বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজার শহিদ মিনার চত্বর এবং কামারজানী ইউনিয়নের কামারজানী বাজারের নদীভাঙনে শিকার অসহায় শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র (কম্বল, জ্যাকেট, সোয়েটার) বিতরণ করা হয়।
এছাড়া ঢাকার পল্লবী, দুয়ারিপাড়া, লালবাগ ও মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চট্টগ্রামে সিটি কর্পোরেশনভুক্ত বিদ্যালয়গুলোতে বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৩ জানুয়ারি সিটি কর্পোরেশনভুক্ত বিদ্যালয়গুলোতে বর্ধিত বেতন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ নগরীর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের নগর শাখার সভাপতি তাজ নাহার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মুক্তা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপ্লব বিজয় দাশ, সাংগঠনিক সম্পাদক মিশু দত্ত ও আরিফ মইনুদ্দিন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই বছর থেকে সিটি কর্পোরেশনের বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ও মাসিক বেতন বাড়ানোর কারণে অতিরিক্ত হারে ফি আদায় করছে। প্রতি শ্রেণীতে ১৫ টাকা হারে মাসিক বেতন বাড়ানো হয়েছে। এমনিতেই অভাবের কারণে অনেক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী থেকে ঝরে পড়ছে। ফি বৃদ্ধির ফলে এই ঝরে পড়ার হার আরো বেড়ে যাবে। একদিকে সরকার শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ করছে, অন্যদিকে যেটুকু শিক্ষার সুযোগ সাধারণ পরিবারের সন্তানদের রয়েছে তাও সংকুচিত করছে। নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার ও সরকারি উদ্যোগে নতুন স্কুল-কলেজ নির্মাণের দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গাজীপুরে রোকেয়া দিবসের আলোচনা সভা

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে ২০ ডিসেম্বর বিকেল ৩টায় গাজীপুর সরকারি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এড. সুলতানা আক্তার রুবি, কাজী আজিম উদ্দিন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ফাতেমা জোহরা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, মশিউর রহমান খোকন, গাজীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণা মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমীন, সভা পরিচালনা করেন নিলুফা ইয়াসমিন। আলোচনা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শ্রমিক নেতা নুরুল ইসলাম রঞ্জুর মৃত্যুবার্ষিকী পালিত

গত ২৭ জানুয়ারি ছিল বাসদ মোহাম্মদপুর থানা শাখার প্রাক্তন নেতা ও তৎকালীন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নুরুল ইসলাম রঞ্জুর ৭ম মৃত্যুবার্ষিকী। কমরেড রঞ্জু ছিলেন সরাসরি শ্রমজীবী মানুষদের মধ্যে থেকে উঠে আসা একজন নেতৃস্থানীয় শ্রমিকনেতা যিনি আমৃত্যু বিপ্লবী আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন এবং চরিত্রের বলিষ্ঠতা দিয়ে অসংখ্য মানুষকে দলে টেনেছিলেন। ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক আগারগাঁও বিএনপি বস্তি উচ্ছেদবিরোধী আন্দোলনে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসদ মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে এক স্মরণসভা গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় আগারগাঁও বিএনপি বাজারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসদ সংগঠক ও কমরেড রঞ্জুর ভাই কামরুল ইসলাম, পরিচালনা করেন থানা বাসদ সংগঠক মর্জিনা খাতুন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাসদ নেতা মানস নন্দী, স্থানীয় বাসদ নেতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমরেড রঞ্জুর শুভাকাঙ্খী অধ্যাপক আশরাফ আলী, আবদুল আজিজ, ডা. এস এম হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন কমরেড রঞ্জুর স্ত্রী রীনা বেগম এবং তাঁর সন্তান সাম্য। মানস নন্দী বলেন, কমরেড রঞ্জু কৈশোরেই গাইবান্ধায় বাসদ-এর সংস্পর্শে এসে সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ হন এবং আজীবন গরিব মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ছিলেন। সবসময় দারিদ্র্যের সাথে সংগ্রাম করলেও কখনো দলের কাছে কিছু চাননি। পুঁজিবাদী শোষণের নির্মম রূপ নিজের জীবন দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, এর বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার পার্টি গড়ে তোলার তাগিদ তাঁকে তাড়িত করতো। ঢাকায় রিক্সা-সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি সর্বক্ষণ তাঁর চিন্তা ছিল কীভাবে দলের কাজ এগিয়ে নেয়া যায়। দলের শিক্ষায় এবং নিজের সংগ্রামে অর্জিত দৃঢ় চরিত্র, মাধুর্যপূর্ণ ব্যবহার, বিনয় দিয়ে আশেপাশের মানুষকে আলোড়িত করেছেন, সংগঠিত করেছেন। নুরুল ইসলাম সিদ্দিকী বলেন, কমরেড শিবদাস ঘোষের বই তিনি নিয়মিত পড়তেন এবং এসব লেখা তাঁর চরিত্র ও রাজনৈতিক জ্ঞান গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের মৃত্যু

Mahabub Vaiবাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক গত ৭ নভেম্বর ’১৩ নোয়াখালী শহরের একটি ক্লিনিকে কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটি ও বাসদ নোয়াখালী জেলা কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
মাহবুবুল হক হাইস্কুলের ছাত্র থাকা অবস্থায় ১৯৬২’র শিক্ষা আন্দোলনের মাধ্যমে ছাত্ররাজনীতির সাথে যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নিউক্লিয়াসের একজন সক্রিয় সংগঠক হিসাবে ভূমিকা পালন করেন। কলেজ ছাত্র থাকা অবস্থায় তিনি সক্রিয়ভাবে অংশ নেন ’৬৯-এর গণঅভ্যুত্থানে। স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)-এর একজন সক্রিয় সদস্য হিসাবে তিনি বহু প্রত্যক্ষ যুদ্ধে এবং গেরিলা যুদ্ধে সাহসিকতার সাথে অংশ নেন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে তিনি যুক্ত হন জাসদ রাজনীতির সাথে। ১৯৮০ সালে বাসদ গঠিত হওয়ার পর তিনি বাসদের সাথে যুক্ত থাকেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহবুব শাসকশ্রেণীর পেটোয়া বাহিনীর হাতে বহুবার নির্যাতিত এবং কারাবন্দি হয়েছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি শোষণ- বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের সাথে, বাসদ রাজনীতির সাথে একাত্ম থেকেছেন।

মাস্টারদা সূর্যসেনের ৮০তম ফাঁসি দিবস পালন

১২ জানুয়ারি সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর জেএম সেন হলস্থ সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পূষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বাসদ আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনা করেন অপু দাশগুপ্ত, জান্নাতুল ফেরদাউস পপি, শফিউদ্দীন কবির আবিদ। এছাড়া নগরীর শাহপরান থানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্দ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, ‘সূর্যসেন পাঠাগার’, ‘পথিকৃৎ পাঠাগার’, ‘কাজী নজরুল পাঠাগার’-এর উদ্যোগে নগরীর জেএম সেন হলস্থ মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও পাঠাগারগুলোতে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্দ্যোগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরৎচন্দ্র স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ জানুয়ারি সকালে ঢাবি রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড মানস নন্দী ও মনজুরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার ও পরিচালনা করেন ইভা মজুমদার। আলোচনা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা শরৎচন্দ্রকে নিবেদিত গান, কবিতা, শরৎসাহিত্য থেকে নির্বাচিত পাঠ এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে।

আশুলিয়ায় মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আশুলিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে শ্রমিকদের জন্য মেডিকেল ক্যাম্প জামগড়া মোল্লাবাড়িতে আয়োজন করা হয়। ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শতাধিক রোগীকে চিকিৎসা সহায়তা ও কিছু জরুরি ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. মুজিবুল হক আরজু ও ডা. প্রসেনজিৎ সরকার, সহযোগিতা করেন শিব্বির আহমেদ ও লিটন চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সংগঠক নয়া মিয়া টুলু, মোশাররফ হোসেন, মোসলেম উদ্দিন প্রমুখ।

শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জেলা বাসদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সংগঠক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলা বাসদ সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, রংপুর সদর উপজেলা রংমিস্ত্রি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, মাহিগঞ্জ বাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি সমর মিয়া, ইজি বাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুষার, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ফরিদ খান মিঠু, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সদস্য গোপাল হাড়ী, রংপুর জেলা ঠেলা মালবাহী ভ্যান লোডিং-আনলোডিং কুলি শ্রমিক ইউনিয়নের গণেশ রায়, ইমারত নির্মাণ শ্রমিক কয়েস সিং, হোটেল কর্মচারী মিন্টু মিয়া প্রমুখ।

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের চা-চক্র

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্দ্যেগে মালনীছড়া চা বাগানের এস.এস.সি পরীক্ষার্থীদের চা-চক্র ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় মালনছিড়া চা বাগানে অনুষ্ঠিত হয়। অধীর বাউরির সঞ্চালনায় অনুষ্ঠিত চা-চক্রে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, স্কুল বিষয়ক সম্পাদক লিপন আহমেদ, কৃষ্ণ নায়েক,শান্ত বাউরী, কুমন সবর প্রমুখ।
ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ২৫ ডিসেম্বর ’১৩ সকাল ১১টায় সংগঠনের রাজা ম্যানশনস্থ কার্যালয়ে চা-চক্র অনুষ্ঠিত হয়। চা-চক্রে সভাপতিত্ব করেন সংগঠনের নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ। এতে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাশ, দফতর সম্পাদক মিজানুর রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক ফজলে রহমান চৌধুরী ফারহান, পাঠাগার সম্পাদক অনীক চন্দ প্রমুখ।

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ

সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, একতরফা নির্বাচন বাতিল, মৌলবাদ-সাম্প্রদয়িকতা-বোমাবাজি-হত্যা-সন্ত্রাস বন্ধ, দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানসহ সকল বিদেশী শক্তির হস্তক্ষেপ বন্ধের দাবিতে নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে ২৫ ডিসেম্বর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এড. সুলতানা আকতার রুবি এবং সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন। সমাবেশে বক্তব্য রাখেন তাছলিমা নাজনীন সুরভী, আফসানা বেগম লুনা, নাঈমা খালেদ মনিকা।

Bogura_Schoolছবি : বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ফি বৃদ্ধির বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের মানববন্ধন

RELATED ARTICLES

আরও

Recent Comments