Saturday, December 28, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সপ্তম কর্মীসদস্য সম্মেলন শুরু হয়েছে

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সপ্তম কর্মীসদস্য সম্মেলন শুরু হয়েছে

সামাজিক প্রয়োজনকে ধারণ না করে কেউ শিক্ষিত হতে পারে না — কমরেড মুবিনুল হায়দার চৌধুরী

20151220_110939 copy

২০ ডিসেম্বর ২০১৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩দিন ব্যাপী সপ্তম কর্মীসদস্য সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)‘র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক কর্মীসদস্য এই সম্মেলনে উপস্থিত হয়। উদ্বোধনী বক্তৃতায় কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন,“শাসক বুর্জোয়া শ্রেণী মুখে শিক্ষার অধিকারের কথা বললেও শোষণমূলক ব্যবস্থার রক্ষক হবার দরুণ সে প্রতিশ্রুতিকে sel 3 resizedফাঁকা বুলিতে পরিণত করেছে। মুনাফাভিত্তিক সমাজে শিক্ষাও ব্যবসার পণ্য । ফলে সামাজিক প্রয়োজনকে ধারণ করে মানুষ তৈরির শিক্ষা সে দিতে পারেনা, বরং শিক্ষাকে ব্যয়বহুল, খন্ডিত, সাম্প্রদায়িক করে তুলছে প্রতিনিয়ত। ফলে শিক্ষার অধিকার নিয়ে যারা লড়বেন,তাদের শিক্ষার সংকটকে সমাজের সামগ্রিক সংকট থেকে বিচ্ছিন্ন করে দেখলে চলবেনা। নিরন্তর যে শ্রেণীসংগ্রাম সমাজে চলছে,তার পটভূমিতে দাঁড়িয়ে ছাত্র সমাজকে শোষণমূলক ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিপূরক ভাবেই শিক্ষার লড়াই গড়ে তুলতে হবে।”

কর্মীসদস্য সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)‘র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন  এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসদস্য সম্মেলন পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু।

sel 4 resized

 

RELATED ARTICLES

আরও

Recent Comments