সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা ২৩ জানুয়ারি ২০১৬ কলেজ ক্যাম্পাসে নবাগত অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে। কলেজ শাখার আহ্বায়ক নাজমুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে ও রাসেল সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি নাঈমা খালেদ মনিকা, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী ও কলেজ শাখার সংগঠক যুননুন হাসান খান মারুফ।
এতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও নবীন বন্ধুদের অংশগ্রহণে গান, আবৃত্তি, মুকাভিনয় ও নৃত্য পরিবেশিত হয়। বক্তারা বলেন, বর্তমানে প্রতিক্রিয়াশীল ছাত্র রাজনীতির বিপরীতে আদর্শবাদী ও প্রগতিশীল সংগঠন ছাত্র ফ্রন্ট শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সংকটের চিত্র তুলে ধরেন বক্তারা।
ক্রাশ প্রোগ্রামের নামে সিলেবাস শেষ না করে শিক্ষার মান ধ্বংসের আয়োজন বন্ধ, স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ করে ২১০ দিন ক্লাস নিশ্চিত, শিক্ষক নিয়োগ; পরিবহন, আবাসন সংকট নিরসন সহ অবিলম্বে ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানানো হয়।