Saturday, December 21, 2024
Homeছাত্র ফ্রন্টসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

20626341_1966074593611494_8533530885202006739_o
ইডেন কলেজকে মানসম্মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০১৭ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কলেজ শাখার সাধারণ সম্পাদক তৌফিকা লিজার সভাপতিত্বে, কাউন্সিলে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ফকরুদ্দিন কবির আতিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় সাংগাঠনিক সম্পাদক ও ঢাকা নগর শাখার সভাপতি মাসুদ রানা, নগর শাখার সাংগাঠনিক সম্পাদক ছায়েদুল হক নিশান।

কাউন্সিলে ইডেন কলেজের অভ্যন্তরীণ সংকট (পরিবহন সংকট, ক্লাসরুম-শিক্ষক সংকট, লাইব্রেরী-সেমিনারে পর্যাপ্ত বই, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, নতুন হল নির্মান) ইত্যাদিসহ, সাম্প্রতিক সময়ে ঢাবির অন্তর্ভুক্ত ৭ কলেজের শিক্ষা সংকট নিয়ে আলোচনা করা হয়।

আলোচনার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে তৌফিকা লিজাকে আহ্বায়ক ও সায়মা আফরোজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
নির্বাচিত কমিটি:
আহ্বায়ক: তৌফিকা লিজা
সাধারণ সম্পাদক: সায়মা আফরোজ
সদস্য: ১. লুবাইনা আন্নী
২. আছিয়া আহমেদ শাপলা
৩. শাহিনুর আক্তার সুমি
৪. রাবেয়া আক্তার কনিকা
৫. নাফিসা আনজুম
৬. শারমিন আক্তার ত্বর্নী
৭. ইসরাত জাহান বর্ষা

RELATED ARTICLES

আরও

Recent Comments