Monday, December 23, 2024
Homeফিচারসরকারকে মার্কিন আগ্রাসী তৎপরতার নিন্দা জানানোর আহ্বান

সরকারকে মার্কিন আগ্রাসী তৎপরতার নিন্দা জানানোর আহ্বান

সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানের পাঁয়তারার প্রতিবাদে বাম মোর্চার বিক্ষোভ
সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানের পাঁয়তারার বিরুদ্ধে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে ৪ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, যুদ্ধবাজ মার্কিন প্রশাসন ঠুনকো অজুহাতে সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে। একই রকম মিথ্যা অজুহাতে ইতিপূর্বে তারা আফগানিসত্মান ও ইরাকে আগ্রাসন চালিয়েছে। সিরিয়ায় মার্কিন সামরিক হামলার উদ্দেশ্য হচ্ছে আসাদ সরকারকে উচ্ছেদ করে মধ্যপ্রাচ্যে ‘মার্কিন-ইসরায়েলি’ কর্তৃত্বকে আরো পাকাপোক্ত করা। বাংলাদেশসহ পৃথিবীর শানিত্মকামী মানুষ মার্কিন এই হামলার পায়তারাকে কোনোভাবেই বরদাসত করতে পারে না।
নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারকে মার্কিন এই আগ্রাসী তৎপরতার নিন্দা জানানোর দাবি জানান। নেতৃবৃন্দ সিরিয়াসহ বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্বজুড়ে শানিত্মকামী জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

SPB-on Siriya

RELATED ARTICLES

আরও

Recent Comments