বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আজ গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে জামাত-শিবির ও জোটের সহিংস রাজনীতির সুযোগ নিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালীর হাতিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসায় কেন্দ্র, ধর্মীয় উপাসনালয়, লুটপাট ও নারকীয় পরিস্থিতি সৃষ্টি করেছে। এই সন্ত্রাসী শক্তির মূল লক্ষ্য হচ্ছে দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক খাতে পর্যবসিত করা। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও চেতনার পরিপন্থি এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে গণতান্ত্রিক বাম মোর্চা ক্ষোভ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে।সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক অপতৎপরতা দমনে সরকারের ব্যর্থতা, উদাসীনতা ও দায়িত্বহীন ভূমিকার প্রতিবাদে আজ ৮ জানুয়ারি বিকেলে গণতান্ত্রিক বাম মোর্চা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক হামলা মোকাবেলায় সরকারের নিষ্ক্রিয় ভূমিকার কঠোর সমালোচনা করেন। নেতৃবৃন্দ দেশের সকল বাম গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ওই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করে দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষার ধারায় গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতির ধারাকে গতিশীল করার আহ্বান জানান।
গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মলৈীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বক্তব্য রাখেন কমরেডস্ সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্ত্তী, এড. আব্দুস সালাম, মোশরেফা মিশু, মোশাররেফ হোসেন নান্নু, হামিদুল হক, মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।