Wednesday, January 22, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদসাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বামমোর্চার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে বামমোর্চার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বাম ফ্রন্ট

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ৯ জানুয়ারী ২০১৪ বামমোর্চার উদ্যোগে চট্টগ্রাস নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে নিউমার্কেট চত্বরে বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমরেড মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কাস পার্টিও চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড রাজা মিঞা, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী কমরেড হাসান মারুফ রুমি ও বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব কমরেড অপু দাশগুপ্ত। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভোটের রাজনীতির স্বার্থেই সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরী করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাচ্ছে। একমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নিপীড়নের শিকার হচ্ছে, ধর্ষনের শিকার হয়েছে মা-বোনেরা। সরকারের নিষ্ক্রিয়তা, উদাসীনতা এ পরিস্থিতি তৈরী হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রমনা মানুষকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রদায়িকতা প্রতিরোধে গণকমিটি গড়ে তোরার আহ্বান জানান।

সংবাদ প্রেরক
শফিউদ্দিন কবির আবিদ।

RELATED ARTICLES

আরও

Recent Comments