Sunday, January 26, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদসিলেটে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

সিলেটে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

DSC01847 copyগত ২২ সেপ্টেম্বর’১৪ রাতে সিলেটের হযরত শাহজালালের মাজারে পুলিশ ক্যাম্পে একজন নারী ধর্ষণ ও শহরতলীর ছালিয়া গ্রামে বখাটের দ্বারা চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা আজ ২৯ সেপ্টেম্বর’১৪ বিকাল ৪ টায় সিলেটের শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন ও সমাবেশ করে। নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সদস্য তামান্না আহমদের সভাপতিত্বে এবং ইশরাত রাহী রিসতার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ২২ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালালের মাজারে অবস্থিত পুলিশ ক্যাম্পে এক নারীকে ডেকে নিয়ে পুলিশ সদস্যরা গনধর্ষণ ও পাশবিক নির্যাতন করে, নির্যাতিত নারী পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ সদস্যরা অভিযোগ গ্রহন করতে অস্বীকার করে। পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেলের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে’র সহায়তায় চিকিৎসা নেন ও পরে থানায় মামলা করেন। কিন্তু নির্যাতিতা নারী উক্ত ঘটনার সাথে যুক্ত পুলিশ সদস্য কামাল হোসেন, মছব্বির, সেলিম, রুবেল,দুদু মিয়ার নামে অভিযোগ করলেও মামলায় তাদের নাম অন্তর্ভূক্ত না করে অজ্ঞাতনামা আসামী করে এজাহার করে । পুলিশের এর রকম ভূমিকা প্রকৃত দোষীদের আড়াল করারা একটি চেষ্টা। অন্যদিকে শহরতলীর ছালিয়াতে চতুর্থ শ্রেণীর এক শিশুও ধর্ষিত হয়। কিন্তু উভয় ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয় নি। বাস্তবে এ’দুটি ঘটনা বিচ্ছিন্ন কোন বিষয় নয়। এ রকম ঘটনা অতীতে বহুবার ঘটলেও কোন ঘটনারই সুষ্ট তদন্ত বা বিচার হয়নি। কিছুদিন আগেও খাদিম নগরে আর্মি সদস্য দ্বারা পাত্র সম্প্রদায়ের নারী ধর্ষণের ঘটনা , বিয়ানীবাজারে দুই স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা কোনটারই দৃষ্টান্ত মূলক শাস্তি হয়নি। পুলিশের তদন্তে গাফিলতি এবং আইনের সীমাবদ্ধতার ফলে এ সকল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এর দায় কোনভাবেই ক্ষমতাসীনরা এড়াতে পারে না। ফলে আজকে এ সকল ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার মধ্যে দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বক্তাগণ অবিলম্বে এ সকল ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments