Friday, December 27, 2024
Homeছাত্র ফ্রন্টসিলেটে শিশু হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানবন্ধন

সিলেটে শিশু হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানবন্ধন

Gaibandha_13072015
১৩ জুলাই ২০১৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে গাইবান্ধা ১নং রেলগেটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সিলেটে রাজননামে এক শিশুকে কয়েকজন পাষন্ড নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, তার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন প্রমুখ।

বক্তারা বলেন, সিলেটের কুমারগাওয়ে রাজন নামের এক শিশুকে প্রায় ১৭ মিনিট খুচিয়ে খুচিয়ে রোল দিয়ে পেটানো হয় এবং পানি খেতে চাইলে তাও দেওয়া হয়নি। এই রকম নির্মম পৈষাচিক ঘটনা যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। বক্তাগন আরও বলেন, একের পর এক এই রকম জঘন্যতম ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তি না হওয়ার কারনেই এই রকম কর্মকান্ডের পুনর্রাবৃত্তি হচ্ছে। ফলে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টিান্ত মুলক শাস্তির দাবী জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments