সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী গণভোট গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে চলমান সুন্দরবন রক্ষার আন্দোলনকে আরও বেগবান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রতীকি গণভোট চলছে । সরকার সুন্দরবনকে কেন্দ্র করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে অথচ এ ব্যাপারে বিজ্ঞানী-গবেষক-বিশেষজ্ঞদের কোন মতামতের তোয়াক্কাই করছে না।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে গণভোটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীরা কি মনে করেন তা ব্যালটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। গত ৩০ অক্টোবর থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা ক্লাসে, হলের রুমে রুমে গিয়েছে ভোট সংগ্রহ করতে। প্রতীকী গণভোটের প্রাপ্ত গণরায় আগামীকাল ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্র সমাবেশে ঘোষিত হবে। রায় ঘোষণা করবেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সামিনা লুৎফা, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও একাউন্টিং অ্যা- ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোসাহিদা সুলতানা’সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।