Saturday, November 23, 2024
Homeছাত্র ফ্রন্টস্বতন্ত্র পরীক্ষাহল নির্মাণ করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচী

স্বতন্ত্র পরীক্ষাহল নির্মাণ করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচী

DSC07127

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ পর্যাপ্ত ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষাহল নির্মাণ করে সারা বছর ক্লাস চালু রাখার দাবিতে ২১ মে ২০১৫ পৌর শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, শামীম আর মিনা, জাহেদা বেগম রাহেলা সিদ্দিকা, মাহবুব আলম মিলন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু।

বক্তাগণ বলেন, পরীক্ষার কারনে কলেজগুলো বছরের অধিকাংশ সময ক্লাস বন্ধ থাকে। ফলে স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ ছাত্র সমাজের প্রাণের দাবী। স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ হলে ১৪০ দিন ক্লাস বৃদ্ধি পাবে। গাইবান্ধা গণ জাতীয় বাজেটের ২৫% ভাগ শিক্ষাখাতে বরাদ্দ করে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবী জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments