Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদহতদরিদ্রদের চাল বিতরণে দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় মিছিল সমাবেশ

হতদরিদ্রদের চাল বিতরণে দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধায় মিছিল সমাবেশ

 

gaibandha-photo-02-copy

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি লুটপাট, স্বজনপ্রীতি, লক্ষ্মীপুরে সার্কাসের নামে জুয়াসহ অঞ্চলে অঞ্চলে জুয়ার আসর বন্ধের দাবিতে ২৩ অক্টোবর ২০১৬ বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে জেলা কমিটির আহবায়ক কমরেড আহসান হাবীব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য প্রভাষক গোলাম সাদেক লেবু, প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকরা গত বোরো মৌসুমে কৃষি ফসলের ন্যায্য মূল্য ও সরকার ঘোষিত মূল্য কৃষকরা পায়নি, ক্ষেতমজুররা কাজ না পেয়ে ছুটছে দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের সামান্য সাহায্য হতদরিদ্রদের জন্য ১০ টাকার চাল বিতরণে চলছে ব্যাপকভাবে অনিয়ম-দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতি। অঞ্চলে অঞ্চলে চলছে জুয়ার আসর। এগুলো দেখার কেউ নেই। বক্তারা অবিলম্বে সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments