‘‘ সারাদেশ যখন ভাষা দিবসের আয়োজনে ব্যস্ত তখন দেশবাসী পত্রিকার পাতা খুলে চার শিশু হত্যার খবর পড়ে স্তব্ধ। গত ৫ দিন ধরে নিখোজঁ চার শিশুকে যে অবস্থায় পাওয়া গেল তা দেখে গোটা সভ্যতাই আজ প্রশ্নবিদ্ধ। এই নিষ্ঠুরতম বর্বরতা আজকে আমাদের সমাজের কুৎসিৎ চিত্রটি স্পষ্ট করে তুললো। মানবিক মূল্যবোধ, দেহ মনে বিকশিত হবার আয়োজন সবকিছুকে ছাপিয়ে আজ এটাই যেন প্রধান হয়ে দাড়িয়েছে কে কত নীচে নামতে পারে। অহংকার, আভিজাত্য, ঐর্শ্বয্যের দাপটে চারিদিকে যে নোংরামি তা প্রতিনিয়ত শিশু কিশোরদের গ্রাস করতে চাইছে। হবিগঞ্জের বাহুবলে সংগঠিত ৪ শিশুর নির্মম হত্যাকান্ড এই বার্তাই জানান দিয়ে গেল। আজ এর সাথে আরেকটি ঘটনা বিষয়ও আমাদের সামনে আসলো যে বর্তমান সমাজ শিশু কিশোরদের নিরাপত্তা দিতে পারছেনা। শুধু বাহুবলের এই শিশু হত্যাকান্ডই নয় গত জানুয়ারি মাসে নানা কারণে ২৯টি শিশুকে হত্যাকান্ডের শিকার হতে হয়। একের পর এক হত্যাকান্ড সংগঠিত হওয়ার বড় কারণ সরকার এবং রাষ্ট্র এই ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অতীতে রাজন, সাঈদ, রাকিবসহ আনেক শিশু হত্যার শিকার হলেও সরকার কোন কার্যকর পদক্ষেপ তো নেয়নি, বরং পুলিশসহ এর সাথে যুক্ত কর্তাব্যাক্তির উল্টো ভূমিকাই মানুষ প্রত্যক্ষ করেছে। আবার যেখানে জনগনের প্রতিরোধের মুখে সরকার সামান্য ভূমিকা নিচ্ছে তাতেও দীর্ঘসূত্রিতা দেখা যায়। আবার সিনেমা, বিজ্ঞাপন, নাটকে বিভিন্ন ভাবে শিশুকে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের অবাধ প্রদর্শন এই ধরণের হত্যাকান্ডকে উৎসাহিত করছে। এই সকল জগণ্যতম হত্যাকান্ডের বিরুদ্ধে শুধুমাত্র আপসোস আর আক্ষেপ দিয়ে একটা আকুতি প্রকাশ হলেও সামাধান কিছু হবে না। তাই তার বিপরীতে চিন্তা মননে সবদিকে সুস্থ রাখতে গেলে অতীতের সকল বড় মানুষদের সামনে আনতে হবে, যারা জীবন দিয়েছেন আদর্শের জন্য, সত্যের জন্য এবং সবাই একটা উন্নত সাংস্কৃতিক নৈতিক মানের ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রতিরোধও গড়ে তুলতে হবে। এর সাথে সাথে হবিগঞ্জের বাহুবলে সংগঠিত শিশু হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।”
হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার প্রতিবাদে ১৮ ফেরুয়ারি শিশু কিশোর মেলা সিলেট জেলার মানববন্ধনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক ফাহিম আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সংহতি জানান বিভাগীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, এডভোকেট উজ্জ্বল রায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠন লিপন আহমেদ, ইয়াছিন আলী, এবং সরকারি পাইলট স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র আসিফুর রহমান।