Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টহলে কক্ষ দখলের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ ও অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি

হলে কক্ষ দখলের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ ও অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি

17440499_592321837632763_1806187983_n copy

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২১ মার্চ ২০১৭ বেলা ১২ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইভা মজুমদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী। সম্প্রতি বিজয় ’৭১ হল ও রোকেয়া হলে ছাত্রলীগ যেভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রুম দখলের চেষ্টা করেছে তা সাধারণ শিক্ষার্থীদের বিক্ষুদ্ধ করেছে। ছাত্রদের বিক্ষোভের মুখে বিজয় ‘৭১ হলে এবং ছাত্রীদের প্রতিরোধের মুখে রোকেয়া হলে ছাত্রলীগ ব্যর্থ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সাধারণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে সভাপতি তার বক্তব্যে বলেন,“দীর্ঘদিন ধরে ছাত্রলীগ যেভাবে তার দখলদারিত্ব বজায় রেখেছে তা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করছে। সাধারণ ছাত্রদের এর বিরুদ্ধে সংগঠিত অবস্থান আর প্রতিহত করা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।” সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে ডাকসু’র কার্যক্রম বন্ধ। অন্যায় আধিপত্য ছাত্রদের  উপর বজায় রাখতেই সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু সহ গণতান্ত্রিক অধিকার থেকে ছাত্রদের বঞ্চিত রাখছে।” ডাকসু নির্বাচনের জন্য ছাত্র আন্দোলনের আহ্বান রেখে সমাবেশ সমাপ্ত হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুস্মিতা রায় সুপ্তি ও সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা।

RELATED ARTICLES

আরও

Recent Comments