![images](https://spbm.org/wp-content/uploads/2015/12/images.jpeg)
১ম দিন ‘শিক্ষার সংকট ও ছাত্র আন্দোলন গড়ে তোলা’, ২য় দিন ‘সংগঠনের কর্মপদ্ধতি ও সংগঠন বিস্তার’ এবং ৩য় দিন ‘সংগঠনের কর্মীদের বড় মানুষদের চরিত্র ও মূল্যবোধ অর্জনের সংগ্রাম’ প্রসঙ্গে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বিভিন্ন অধিবেশনে আলোচনা করবেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা সাইফুজ্জামান সাকন।