Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদ২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবীতে মিছিল ও সমাবেশ

২০ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবীতে মিছিল ও সমাবেশ

11665417_10202936738978454_8207384283424045421_n
২০ রোজার মধ্যে সকল শ্রমিকদের বেতন ও বেতনের সমপরিমাণ বোনাস দেয়ার দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুন শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহানগর সংগঠক ফখরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, কল্যাণ দত্ত প্রমুখ।
সমাবশে বক্তারা বলেন, প্রতি বছরই দেখা যায় ঈদের পূর্ব দিন বেতন পায় অনেক শ্রমিক, কিছু শ্রমিক তাও পায় না। তারা বেতনের টাকা দিয়ে আর সেমাই চিনি কেনার সময় পায় না, সন্তানদের জামা-কাপড় কিনে দিতে পারে না। শ্রমিকদের ঈদ বোনাস এখনো মালিকের খেয়াল-খুশির ওপর নির্ভর করে, বাঁধাই শ্রমিকসহ অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা কোন বোনাস পায় না। ওদিকে শেষ মুহুর্তে বেতন পেয়ে বাড়ি যেতে গিয়ে পরিবহন সিন্ডিকেটের কারসাজিতে দ্বিগুণ ভাড়া গুণতে হয়। দেশের সম্পদ সৃষ্টিতে শ্রমিকের অবদান সবচেয়ে বেশি, অথচ একদিকে তারা মানুষের মত বাঁচার অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে উৎসবের আনন্দ তারা করতে পারে না।
বক্তারা ২০ রোজার মধ্যে বকেয়া বেতন-ওভারটাইম ভাতা পরিশোধ ও বেতনের সমপরিমাণ বোনাস দিতে মালিকদের বাধ্য করার উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।

 

RELATED ARTICLES

আরও

Recent Comments