বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা আহুত আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা শহরে সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তকে সম্পূর্ণ গণবিরোধী ও অযৌক্তিক বলে আখ্যায়িত করে বলেছেন, এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং গাড়ী ভাড়া-বাড়ী ভাড়া আকাশ ছোঁয়া তার উপর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরো দুর্বিসহ অবস্থার মধ্যে ফেলে দিবে। গ্যাস উন্নয়ন তহবিলে কয়েক হাজার কোটি টাকা জমা আছে এবং রাষ্ট্রীয় সব গ্যাস কোম্পানিসমূহ লাভজনক অবস্থায় গ্যাস সরবরাহ করছে। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে গ্যাসের মূল্যবৃদ্ধির কোন প্রয়োজন নেই বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।