Sunday, November 24, 2024
Homeছাত্র ফ্রন্ট৩০ মার্চ ২০১৬ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে

৩০ মার্চ ২০১৬ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে

ssf_logo৩০ মার্চ ২০১৬ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৪-২৭ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় ৪র্থ কেন্দ্রীয় সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিতব্য সম্মেলন উদ্বোধন করবেন বাসদ(মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে বিভিন্ন পরিকল্পনা গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন।
পিইসি জেএসসি পরীক্ষা বাতিল, কোচিং-প্রাইভেট টিউটর-ভর্তি বাণিজ্য বন্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজগুলোতে ২১০ দিন ক্লাস নিশ্চিত করতে স্বতন্ত্র পরীক্ষাহল-ক্লাসরুম নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ইউজিসি’র ২০বছর মেয়াদী কৌশলপত্র বাতিল, ফি বৃদ্ধি ও নাইটকোর্স বন্ধসহ শিক্ষার সকল স্তরে বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ বন্ধের দাবিতে চলমান শিক্ষা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
RELATED ARTICLES

আরও

Recent Comments