Thursday, December 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদ৭ মে ঢাকায় কৃষক-ক্ষেতমজুর সমাবেশ

৭ মে ঢাকায় কৃষক-ক্ষেতমজুর সমাবেশ

11150476_1632845270270481_8205752209277962532_n

৭ মে ২০১৫ সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক-ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ, ক্ষেতমজুরদের বছরে নূ্যনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু, কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চত করা এবং সকল বয়ষ্ক, প্রতিবন্ধি ও অসহায় নারীদের মাসিক ৩ হাজার টাকা ভাতা চালু করার দাবীতে এ দিন সমাবেশের পক্ষ থেকে কৃষিমন্ত্রীকে স্মারকলিপি দেবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড শুভ্রাংশু চক্রবত্তর্ী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের পক্ষ থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশ সফল করে তোলার জন্য ক্ষেতমজুর-কৃষক সংগঠক ও কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments