গত বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০১৪ আনোয়ারা কেইপিজেড এ ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের বর্বরোচিত হামলা ও এক নারী শ্রমিক পারভীন আক্তারকে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম জেলা সভাপতি পপি চাকমা ও সাধারণ সম্পাদক নাসিমা আক্তার অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, শ্রমিক হ্ত্যাকারীদের বিচার ও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের দাবি জানিয়েছেন।
তারা বলেন, সরকার ও মালিক পক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা প্রদানের দাবিকে উপেক্ষা করে ৫৩০০ টাকা নির্ধারণ করে। বর্তমান বাজারে এই টাকায় একজন শ্রমিকের পরিবারের আর্থিক ব্যয় নির্বাহ করা অসম্ভব। গত বৃহস্পতিবার আনোয়ারা কেইপিজেডের একটি কারখানা কেএসআইএল কর্তৃপক্ষ শ্রমিকদের পে-স্লিপ প্রদান করে। এতে শ্রমিকরা দেখতে পায় মজুরি বোর্ডের নির্দেশ অমান্য করে শ্রমিকদের বেতন ভাতা, দুপুরের খাবার বাবদ জনপ্রতি প্রায় একহাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদ জানালে তাদের উপর নেমে আসে পুলিশি নির্যাতন। এসময় পারভীন আক্তার নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আহত হয় আরো অনেক শ্রমিক। নেতৃবৃন্দ বলেন, ন্যূনতম মজুরির দাবি পূরণ হয়েছে বলে সরকার ও মালিক পক্ষ একদিকে বাহবা নিচ্ছে অন্যদিকে দাবি আদায়ে আন্দোলনরত শ্রমিকদের উপর নামিয়ে আনছে সীমাহীন নির্যাতন। এজন্য প্রশাসন ও মালিক পক্ষের এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শ্রমিক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।