সারাদেশে নির্বাচন পরবর্তি সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার, জামাত-শিবিরসহ সকল সামপ্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল ১৬ জানুয়ারি প্রেসক্লাব চত্বরের সামনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে বিকেলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা সভাপতি প্রভাষক আরশেদা খানম লিজু‘র সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের প্রাক্তন উপাধক্ষ্য প্রফেসর সৈয়দা সাহারা ফেরদৌস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক। বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু , বাসদ জেলা কমিটির সদস্য পলাশ কানি- নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, নারী মুক্তি কেন্দ্রের সদস্য সচিব নাজমুন্নাহার লিপি। সমাবেশ পরিচালনা করেন নারীমুক্তি কেন্দ্রের অর্থ সম্পাদক কামরুন্নাহার খানম শিখা।
সমাবেশে বক্তাগণ বলেন, প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে জামাত-শিবির ও জোটের সহিংস রাজনীতির সুযোগ নিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর, সাতড়্গীরা, চট্টগ্রাম, নোয়াখালীর হাতিয়াসহ দেশের বিভিন্ন স’ানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়ে লুটপাট নারকীয় পরিসি’তি তৈরি করেছে। এই সন্ত্রাসী শক্তির মূল লক্ষ্য হচ্ছে দেশে চরম অসি’তিশীল পরিবেশ তৈরি করে দেশকে প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক খাতে পর্যবাসিত করা। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও চেতনার পরিপনি’ এ ধরনের ঘৃণ্য অপতৎপরতার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সারাদেশে সামপ্রদায়িক হামলা ও লুটপাট ও সাম্প্রদায়িক অপতৎপরতা দমনে সরকারের ব্যর্থতা, উদাসীনতা ও দায়িত্বহীন ভূমিকার নিন্দা জানান। মানববন্ধন থেকে অবিলম্বে হিন্দু সামপ্রদায়ের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং জামাত-শিবিরসহ সকল সামপ্রদয়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।