২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত সাড়ে ১২টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এদিন সকাল সাড়ে ১০টায় র্যালিসহ বাসদ, ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও শিশু কিশোর মেলার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাসদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমরেডস শুভ্রাংশু চক্রবর্ত্তী, আলমগীর হোসেন দুলাল, মানস নন্দী, ওবায়দুল্লাহ মুসা, উজ্জ্বল রায়, বেলাল চৌধুরী। শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড ফখরুদ্দিন কবির আতিক, রাজীব চক্রবর্তী প্রমুখ। ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কমরেড সাইফুজ্জামান সাকন, সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু, ঢাবি সভাপতি রাশেদ শাহরিয়ার, জবি সভাপতি মাসুদ রানা প্রমুখ। নারীমুক্তি কেন্দ্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড মর্জিনা খাতুন, অর্থ সম্পাদক তাসলিমা নাজনীন সুরভি প্রমুখ।