সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের দাবীতে রংপুর ও গাইবান্ধায় ৭ সেপ্টেম্বর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর: বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ, আমন ধানের চারাসহ সকল কৃষি উপকরণ ও ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে আজ ০৭ সেপ্টেম্বর সকাল ১১.৩০ টায় বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য পলাশ কান্তি নাগ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান সামগ্রিসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার আহবান জানান।
গাইবান্ধা: বন্যা দ্যুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ ( কনভেনশন) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আজ দুপুর ১২টায়।