রংপুর নগরীর লালবাগ চুড়িপট্টি রেলবস্তি উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ১৩ অক্টোবর ২০১৪ বিকেলে বস্তিবাসী লালবাগে রেলপথ ও রাজপথ অবরোধ করে সমাবেশ করেছে। লালবাগ চুড়িপট্টি রেলবস্তি রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির জেলা সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, বস্তি রক্ষা সংগ্রাম কমিটির আবু তালেব, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আফরোজা বেগম প্রমূখ।
বক্তারা, অত্র এলাকার প্রভাবশালী ভূমিদস্যুদের স্বার্থে বস্তি উচ্ছেদের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেন পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা চলবে না। আমরা জীবন দিয়ে হলেও আমাদের ভিটেমাটি রক্ষায় বস্তি উচ্ছেদের চক্রান্ত প্রতিহত করবো।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এখানে এই বস্তিবাসীরা বসবাস করছে। রেল কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বস্তি উচ্ছেদ করবে এই মর্মে তাদের প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানার পর বস্তিবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে।