Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদরাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নিরব ভূমিকায় উদ্বেগ

রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নিরব ভূমিকায় উদ্বেগ

oie_8223915cPQmhumqবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ১০ জানুয়ারি সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাঙামাটিতে মেডিকেল কলেজের উদ্বোধনকে কেন্দ্র করে সরকারি দলের মদদে প্রতিবাদকারীদের উপর সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নিরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাঙামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত দাবিতে আন্দোলনকারীদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে সরকারি দলের মদদে একদল সন্ত্রাসী আন্দোলনকারীদের উপর এবং পরবর্তীতে পাহাড়ি জনগণের ওপর সাম্প্রদায়িক হামলা চালায়।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বিবৃতিতে বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে স্থানীয় জনগণ তাদের যুক্তি তুলে ধরে আপত্তি জানিয়ে আসছে। জনগণের এই আপত্তি অগ্রাহ্য করেই সরকার সেখানে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ অব্যাহত রেখেছে। তারই অংশ হিসাবে আজ আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছে এবং সাম্প্রদায়িক সংঘাত বাঁধানোর অপচেষ্টা চলেছে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে স্থানীয় জনগণ এই সাম্প্রদায়িক হামলা প্রতিহত করেছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী অবিলম্বে স্থানীয় জনগণের আপত্তি আমলে নিয়ে উদ্ভূত সমস্যার যৌক্তিক সমাধান এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments