সোমবার ১২ জানুয়ারি ২০১৫ ছিল বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮১তম ফাঁসি দিবস। সূর্যসেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শোষণের হাত থেকে দেশকে স্বাধীন করতে গড়ে তুলেছিলেন “ইন্ডিয়ান রিপাবলিক আর্মি”, সংগঠিত করেছিলেন যুব বিদ্রোহ। প্রীতিলতার মত সংগ্রামী নারীদের উদ্বুদ্ধ করেছিলেন দেশ প্রেমের চেতনায়।
১২ জানুয়ারি বৃটিশ সাম্রাজ্যবাদ বিপ্লবী মহানায়ক মাস্টারদাকে ফাঁসিতে ঝুলিয়ে এদেশের সংগ্রামী চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল।
আজ সেই সব সংগ্রামী চরিত্রগুলো পাঠ্যপুস্তকের ইতিহাসে আমরা পাই না। ক্রমে যেন হারিয়ে যাচ্ছে দেশের সেই সমৃদ্ধ অতীতের সংগ্রামী ইতিহাস।
এ দিনে অগ্নিদিনের- ব্রিটিশ বিরোধী সংগ্রামের অকুতোভয় বিপ্লবীদের স্মরণ করতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নগরীর টি.আই.সি অডিটোরিয়ামে মঞ্চায়ন করে নাটক “প্রীতিলতা”।
তাপস চক্রবর্তীর রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন আবির মন্ডল ।
নাটকটিতে ভগৎ সিং, সূর্য সেন ও প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন রুমেল বড়য়া, ইমরান হোসেন ও নিশিগন্ধা দাশগুপ্তা।
এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুল হক, নাজমুল হুদা, প্রবাল মজুমদার, মেজবাহ্ উদ্দীন, রিষিকা আদিল, লিটু দেব নাথ, শারাবান তাহুরা কুমকুম, তাপস চক্রবর্তী, অশোক সুমন ও রাজীব মজুমদার।
নাটকটিতে সঙ্গীত পরিকল্পনায় ছিলেন ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা।
নাটকটির দু’টি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।