১২ জানুয়ারি মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জেএম সেন হলস্থ সূর্যসেন ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব অপু দাশ গুপ্ত, জেলা শাখার সদস্য শফিউদ্দীন কবির আবিদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, প্রগতিশীল চিকিৎসক ফোরামের ডাঃ সুশান্ত বড়ুয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, মাস্টারদা সূর্যসেন একদিন এদেশের যুবসমাজকে সাথে নিয়ে মুক্তির জন্য লড়াই করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। আমরা আজ একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু মাস্টারদার সেই আরাধ্য স্বপ্ন আজও অপূরিত। সেই স্বপ্ন নিয়ে যুবসমাজকে লড়াই করে আজকের দিনের অপশাসনকে রুখতে হবে। শেষে লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানানো হয়।