Saturday, November 23, 2024
Homeছাত্র ফ্রন্টবগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বগুড়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Bogra_SSF_210115

বগুড়ায় পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণ বন্ধ সহ ৬ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। ২১ জানুয়ারি বেলা ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে এবং সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্ট সম্মেলন প্রস্তুতি কমিটি বগুড়া জেলা শাখার আহ্বায়ক শীতল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার সমন্বয়ক সামসুল আলম দুলু, বাসদ নেতা আমিনুল ইসলাম, আব্দুল হাই, প্রভাষক রঞ্জন দে, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র বগুড়া জেলা শাখার সংগঠক নূর জাহান রেখা, ছাত্র ফ্রন্ট জেলা শাখার সংগঠক বনানী রায় ববি, তাপস রায়, সরকারি আজিজুল হক কলেজ শাখার সংগঠক নওশীন মুস্তারী সাথী, নন্দন সাহা, রাসেল শেখ, সৈয়দ আহম্মেদ কলেজ শাখার সংগঠক ভদ্র মোহন, আনন্দ কুমার, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সংগঠক জয়দেব কুমার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সর্বজনীন, বিজ্ঞান ভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন, গণতান্ত্রিক একই পদ্ধতির শিক্ষা নীতি বাস্তবায়নের প্রত্যয়ে ১৯৮৪ সালের ২১শে জানুয়ারী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠা লাভ করে। একদিকে যেমন মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, দখল দারিত্ব, খুন-ধর্ষণ, মাদক, রাজনৈতিক অস্থিরতা, সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে, শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ বাড়ছে, অপরদিকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস করে পরিকল্পিত ভাবে কোমলমতি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার সংবিধানে লেখা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার ব্যয়ও বাড়ছে। বেশি ফি আদায় জানুয়ারি মাসে দেখা যায় বিভিন্ন স্কুলের। সরকারি উদ্যোগে স্কুল-কলেজ না বাড়লেও ব্যাঙের ছাতার মতো বেসকারি স্কুল-কলেজ বাড়ছে। বগুড়া জেলার জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এখানে সরকারি স্কুল-কলেজের সংখ্যা নগন্য। সরকারি-বেসরকারি উদ্যোগে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও পর্যাপ্ত বিজ্ঞান, গণিত, ইংরেজী শিক্ষক এবং ল্যাবরেটরি-লাইব্রেরীর আয়োজন নেই। দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো সেশনজট, শিক্ষক-ক্লাসরুম সংকটসহ নানা সংকটে জর্জরিত। এই সংকট নিরসনে সরকার এবং প্রশাসনিক কতৃপক্ষেরও কোন কার্যকর উদ্যোগ নেই। বগুড়াসহ দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিপ্রেক্ষিতে সংকট নিরসনে ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোন পথ নেই। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার সকল সংকট নিরসনে আপসহীন যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামে বগুড়াসহ দেশের সকল শিক্ষক-ছাত্র, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রগতিশীল বিবেকবান গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষদের কাছে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments