বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও নাইটকোর্স এর নামে শিক্ষাবানিজ্য বন্ধের দাবি
২১ জানুয়ারি, ২০১৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে র্যালীর আয়োজন করে।র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে হেয়াত মামুদ ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন,বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রাজু আহমেদ, শ্যামল কুমার রায় প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক বাবুল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন,পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার দিন দিন বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে।বিশ্ববিদ্যালয়ে নাইটকোর্সসহ নানারকম বানিজ্যিক কোর্স চালুর মধ্যদিয়ে মঞ্জুরি কমিশন তা বাস্তবায়ন করছে।গবেষণাসহ প্রয়োজনীয় খাতগুলো থেকে সরকারি বরাদ্দ একদিকে প্রতিবছর হ্রাস করছে অন্যদিকে নামে বেনামে ফি আরোপের মধ্য দিয়ে ছাত্রদের উপর ব্যয়ের বোঝা চাপাচ্ছে।রাষ্ট্রের দায় অস্বীকার করে শিক্ষা বানিজ্যের যে চক্রান্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়ানোর আহবান জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, রোকেয়া বিশ্ববিশ্ববিদ্যালয় প্রায় ৩মাস যাবত অচলাবস্থা সৃষ্টি হয়ে আছে যার ফলাফল হিসেবে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে আছে। প্রায় সকল শিক্ষা কার্যক্রম বিপন্ন।নানা আলোচনার পরও এর কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে না। নেতৃবৃন্দ, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন করে ভর্তি পরীক্ষা গ্রহণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।