Saturday, November 23, 2024
Homeছাত্র ফ্রন্টরাঙ্গামাটিতে অভিজিতের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ

রাঙ্গামাটিতে অভিজিতের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ

IMG_0756

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ৫ মার্চ ২০১৫ বুধবার সকাল ১১টায় অভিজিৎ রায়ের খুনীদের গ্রেফতার ও বিচার এবং দেশব্যাপী খুন, গুম ও দমন-পীড়ন বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর গেইটে ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক ছাত্রনেতা জয়কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড বোধি সত্ব চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাঙ্গামাটি জেলা শাখার সদস্য চাইথোয়াই মারমা, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আশাধন চাকমা, বিজ্ঞান চর্চা কেন্দ্রের সংগঠক নয়ন বিকাশ দেওয়ান প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ স্থান বনরূপ প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

সমাবেশে বাক্তারা বলেন, মুক্ত চিন্তার বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডের দায় সরকারও এড়াতে পারে না। পুলিশকে পূর্বেই জানানো হয়েছিল অভিজিৎ রায়কে হত্যার হুমকির কথা। তা সত্বেও তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেনি। বরং তারা দম্ভ করে বলেছিল, তাদের তিন স্তর, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। হুমায়ুন আজাদের মতো দ্বিতীয় ঘটনা ঘটবে না। পুলিশের এই দায়িত্বহীন আচরণের বলি হতে হলো অভিজিৎ রায়কে। এই হত্যাকান্ড সরকারের একটি ব্যর্থতা। তাই এর দায় সরকারকেও নিতে হবে। বক্তারা আরও বলেন, দেশে মুক্ত চিন্তার লেখক বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা এর আগেও অনেক ঘটেছে। কিন’ কোন সরকারই হত্যাকারীদের গ্রেফতার করেনি; বিচার হয়নি কোন ঘটনারই। বরং বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাবার ও ক্ষমতায় টিকে থাকার স্বার্থে জামাত-শিবিরসহ দেশের সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে নানা সময়ে। এর ফলে দেশে মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তি এখন গণতন্ত্র ও মুক্ত চিন্তার বড় হুমকী হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে  অভিজিৎ রায় হত্যাকান্ডের বিচার ও হত্যাকারীদের গ্রেফতারসহ সাম্প্রদায়িক ও ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments