সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্র্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে ৬ জুন ২০১৫ বিকাল তিনটায় সংগঠনের তিন জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে আজ গণতান্ত্রিক বাম মোর্চার পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল। কর্মসূচির অনেক আগেই পুলিশ প্রেসক্লাব এবং বাসদ (মার্কসবাদী) দলের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অফিসের নিচ থেকে মিছিল শুরু করার আগেই গ্রেফতার করা হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক শরীফুল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমা, ঢাকা নগরের সংগঠক সায়মা আফরোজকে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘দেশে যে চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে তারই অংশ হিসেবে আজ পুলিশ নেতা-কর্মীদের এভাবে গ্রেফতার করেছে। কোনো বিষয়েই প্রতিবাদ-বিক্ষোভ সহ্য করার ন্যূনতম সহনশীলতা এই সরকারের নেই। আমাদের দেশের উপর ভারত যতই আগ্রাসন চালাক, আমাদের নগীগুলোকে শুকিয়ে মারুক, সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করুক তবুও তার বিরুদ্ধে কিংবা সাম্প্রদায়িক মোদী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগও এই সরকার দিতে চায় না। এর মাধ্যমে সরকার জনগণের উপর সম্পূর্ণরূপে জবরদস্তির শাসন নামিয়ে এনেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।