Friday, May 17, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদশিশু ও নারী হত্যাকারীদের বিচারের দাবিতে রংপুরে নারীমুক্তি কেন্দ্রের সমাবেশ

শিশু ও নারী হত্যাকারীদের বিচারের দাবিতে রংপুরে নারীমুক্তি কেন্দ্রের সমাবেশ

Rangpur_170815

রাকিব, রবিউল, রাজন, সামিউলসহ শিশু- নারী ও ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নীল হত্যার বিচার এবং মুক্তমনা মানুষদের রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে ১৭ আগস্ট বিকেল ৫ টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর লালবাগ কেডিসি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাজমুন নাহার লিপির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সদস্য নন্দিনী দাস, রিনা আক্তার, ফাহমিদা হক প্রিয়াংকা প্রমুখ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ, ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে নারী নির্যাতন রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের বিবেকবান মানুষের প্রতি উদাত্ত আহবান জানান। সেইসাথে অপসংস্কৃতি, যাত্রার নামে অশ্লীলতা, পর্ণো পত্রিকা, ব্লু-ফিল্ম, পর্ণো ওয়েবসাইট বন্ধে সরকারের নিকট জোর দাবি জানান।
নেতৃবৃন্দ, ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচী সফল করার আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments