বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে ২৮ আগস্ট ’১৫ বিকাল ৫ টায় নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে এবং সুশান্ত সিনহার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য মোখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, শাবিপ্রবি শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক অপু কুমার দাশ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, উৎপাদন খরচ কমলেও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। পাশাপাশি গ্যাসেরও মূল্যবৃদ্ধি করা হয়েছে। যা কার্যকর করা হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। বিশেষজ্ঞরা এই দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন। এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং প্রতি ইউনিট গ্যাসের দাম বাড়ানো হয়েছে গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ করে। এই মূল্যবৃদ্ধির কারণে ব্যাপকভাবে ভোগান্তির শিকার হবে সাধারণ মধ্যবিত্ত ও গরীব জনগণ। এই মূল্যবৃদ্ধির কারণে বাসাভাড়া, গাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বক্তারা সরকারে এই অগনতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। বক্তাগন জনগনের প্রতি আহবান জানিয়ে বলেন সবাই যার যার অবস্থান থেকে এই অগনতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার মাধ্যইে সম্ভব এই দামবৃদ্ধির সিদ্ধান্তকে প্রতিহত করা।