সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহান শিক্ষাদিবসে শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ-সাম্প্রদায়িকীকরণ ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে দেশব্যাপী বিভাগীয় ও আঞ্চলিক ছাত্র সমাবেশের কর্মসূচী নিয়েছে।
প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় – সবখানেই টাকার বিনিময়ে শিক্ষা পাওয়ার ব্যাপারটি নিয়মে দাঁড় করিয়েছে শাসকরা। নতুন করে যত নীতিমালা, আইন প্রণীত হয়েছে তাতে শিক্ষা ব্যবসার প্রক্রিয়াটি আরও তীব্রতর হয়েছে। উচ্চশিক্ষা নিয়ে ইউজিসি’র ২০ বছর মেয়াদী কৌশলপত্র প্রণয়ন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৭.৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অসংখ্য নিয়ম কানুন আরোপ, প্রাথমিক-মাধ্যমিক শিক্ষায় সৃজনশীল পদ্ধতি প্রণয়ন, পিইসি-জেএসসি পরীক্ষা চালু ইত্যাদির মাধ্যমে শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণেরই প্রসার ঘটেছে।
দেশের সকল মানুষের শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠিত করতে শিক্ষা আন্দোলন তীব্র করার বিকল্প নেই। এর অংশ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষাদিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দেশব্যাপী বিভাগীয় এবং আঞ্চলিক ছাত্র সমাবেশের উদ্যোগ নিয়েছে।
ময়মনসিংহ অঞ্চল
১৫ সেপ্টেম্বর, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, ময়মনসিংহ
বক্তা :
- কমরেড শেখর রায়, সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী), ময়মনসিংহ জেলা
- সাইফুজ্জামান সাকন, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
সভাপতিত্ব করবেন : সেঁজুতি চৌধুরী, আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা
নোয়াখালী অঞ্চল
১৫ সেপ্টেম্বর, মুক্ত স্কয়ার, নোয়াখালী
বক্তা :
- কমরেড মানস নন্দী, সদস্য, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
- স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
- সত্যজিৎ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
সভাপতিত্ব করবেন : মাসুদ রেজা, আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ফেনী জেলা
চট্টগ্রাম অঞ্চল
১৬ সেপ্টেম্বর, কেন্দ্রীয় শহীদ মিনার চত্ব¡র, চট্টগ্রাম
বক্তা :
- কমরেড উজ্জ্বল রায়, সদস্য, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
- স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
সভাপতিত্ব করবেন : সত্যজিৎ বিশ্বাস, ইনচার্জ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম অঞ্চল
রংপুর বিভাগ
১৭ সেপ্টেম্বর, পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর
বক্তা :
- কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সদস্য, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটি
- সাইফুজ্জামান সাকন, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
সভাপতিত্ব করবেন : আহসানুল আরেফিন তিতু, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর জেলা শাখা
ঢাকা অঞ্চল
১৭ সেপ্টেম্বর, জাতীয় প্রেসক্লাব, ঢাকা
বক্তা :
- কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
- কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, সদস্য, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
সভাপতিত্ব করবেন : স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, ইনচার্জ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা অঞ্চল
সিলেট বিভাগ
১৭ সেপ্টেম্বর, কোর্ট পয়েন্ট, সিলেট
বক্তা :
- কমরেড মানস নন্দী, সদস্য, বাসদ (মার্কসবাদী), কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটি
- সত্যজিৎ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
সভাপতিত্ব করবেন : শফিকুল ইসলাম, সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, হবিগঞ্জ জেলা
খুলনা বিভাগ
১৯ সেপ্টেম্বর, শহীদ হাদিস পার্ক, খুলনা
বক্তা :
- সাইফুজ্জামান সাকন, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
- স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি
সভাপতিত্ব করবেন : রুহুল আমিন, সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা