গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ২০১৫ বিকালে ৪ টায় সিলেট সিটি পয়েন্টে সমাবেশ ও পরবর্তীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে এবং সুশান্ত সিনহার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক তামান্না আহমেদ, সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, স্কুল বিষয়ক সম্পাদক লিপন আহমেদ প্রমুখ। সমাবেশ পরবর্তীতে একটি মিছল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানয় গিয়ে শেষ হয়। সমাবেশ চলাকালীন সময়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের প্রচারপত্র জনগনের মধ্যে বিলি করা হয়।
সমাবেশে বক্তরা বলেন, গত ৬ সেপ্টেম্বর’১৫ চূড়ান্ত অগণতান্ত্রিক পন্তায় গ্যাস- বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যে যখন জনজীবন বিপর্যস্ত তখন আবারো বিদ্যুতের দাম ২.৯৩% এবং গ্যাসের দাম এক ধাক্কায় ২৬.২৯% বাড়িয়ে মহাজোট সরকার সাধারণ মানুষকে চূড়ান্ত সংকটে নিপতিত করেছে। বাস্তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে কিন্তু বাংলাদেশে তার কোন প্রভাব পড়েনি, উল্টো বিশ্ববাজারের উদাহরণ দেখিয়ে বিদ্যুতের দাম ৭ম বারের মত বৃদ্ধি করা হয়ে। গ্যস-বিদ্যুতের এই মূল্যবৃদ্ধির সাথে সাথেই গাড়ি ভাড়া-বাড়ি ভাড়া থেকে শুরু করে আরও একদফা বাড়েছে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম। এ সময়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে মূলত দেশি-বিদেশী লুটেরা পুঁজিপতিদের মুনাফার স্বার্থে, একথা স্পষ্ট হয় যখন সংবাদ সম্মেলনে বিইআরসি’র চেয়ারম্যান এ আর খান বলেন, ‘বেসরকারি খাতকে উৎসাহিত করতে গ্যাসের দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে’। মহাজোট সরকার গায়ের জোরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গণস্বার্থকে জলাঞ্জলি দিয়ে সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনজীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
বক্তারা সরকারের অন্যায় ও স্বেচ্ছাচারী মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র গণআন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।